রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০১:০৫:১২

‘বিশাল জয় দিয়েই নতুন বছরের মিশন শুরু করব’

‘বিশাল জয় দিয়েই নতুন বছরের মিশন শুরু করব’

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের প্রাপ্তি ও অপ্রাপ্তি কমবেশি সবাই জানা। মিশন শুরু ২০১৬ সালের। নতুন বছরের আগমনে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে।

রং আর তুলির পরশে নতুন বছরটা হতে পারে আরও রঙিন। খুলনার স্টেডিয়ামে এক দল বাঘ! কিভাবে ভয় দেখাতে হবে ক্রিকেটের বড় বড় দেশকে সে চেষ্টাটাই করছেন তারা।

২০১৫ সালে বাংলাদেশের ক্রিকেটে রাজকীয় অভিষেক হয় সৌম্য সরকারের। ১৫ টি ওয়ানডে ম্যাচ খেলে গড়ে ৫১ রান করা সৌম্য সরকারের বিশ্বাস বিশাল জয় দিয়ে বছরের প্রথম মিশন শুরু করবে বাংলাদেশ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে এসব কথা বলেন জাতীয় দলের পারফেক্ট ওপেনার সৌম্য সরকার। সৌম্য সরকার বলেন, গত বছরটি এখন কেবল অতীত। এখন আমরা নতুন বছর নিয়ে চিন্তায় রয়েছি।

সৌম্য সরকার বলেন, নতুন বছরে আমি চেষ্টা করব নিজের সেরাটা দেয়ার। টি-টোয়েন্টিতে সৌম্যর গড় রান ১৪। এই বিষয়ে তিনি বলেন, পেছনের বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে না। পরে নতুন বছরে নতুন করে শুরুর কথা উঠে আসে সৌম্য সরকারের কন্ঠে।  
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে