স্পোর্টস ডেস্ক: সাবেক ক্লাবে গুরু হয়েই ফিরেছেন জিনোদিন জিদান। আর এসেই একের পর এক চক কষা শুরু করে দিয়েছেন তিনি। জয়ও পেয়েছেন নিজের অভিষিক্ত প্রথম ম্যাচে।
যতটুকু বোঝা যায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরই আস্থা তার। জানালেন সিআরসেভেন খ্যাত রোনালদোর উপরই আগামীতে ফ্রি-কিক নেয়ার দায়িত্ব থাকবে।
মালমোর বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যাবধানে জেতা ম্যাচে ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেছেন রোনালদো।
২০১৪-১৫ মৌসুমে লা লিগায় ৩৩টি ফ্রি-কিক নিয়ে কেবল দুটি গোল পান রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত কোনো গোলই পাননি। তার পরও রোনালদো আস্থা জিদানের। বলেন, “অবশ্যই সে আমাদের ফ্রি-কিক নিতে থাকবে”
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর