দুর্দান্ত শুরু হলেও অস্ট্রেলিয়ার কাছে কোন রকম পাত্তাই পেল না ভারত। টোকিও অলিম্পিক গেমস হকিতে ভারতকে রীতিমতো ৭-১ গোলে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। খেলার প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় কোয়ার্টারে আরও চারবার গোল উদযাপন করে।
তৃতীয় কোয়ার্টারে গিয়ে ভারত তাদের একমাত্র গোলটি পেলেও হজম করে আরও দুটি। ভারতীয়দের সান্ত্বনা শেষ কোয়ার্টারে একটির বেশি গোল খায়নি। নাহলে হারের ব্যবধান আরও বড় হতো ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সর্বশেষ স্বর্ণজয়ী দেশটির।