সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১২:২০:১৫

বাংলাদেশি ক্রিকেটার সুইডেন জাতীয় দলে, উজ্জ্বল করতে চান দেশের নাম

বাংলাদেশি ক্রিকেটার সুইডেন জাতীয় দলে, উজ্জ্বল করতে চান দেশের নাম

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। খুশিতে ভাসছে সারা দেশ। আর এমন সময় আরেকটি সুখবর, বাংলাদেশি প্রবাসী হুমায়ূন কবীর জ্যোতি সুযোগ পেলেন সুইডেন জাতীয় দলে।

নিজের ক্রিকেট খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘উইকএন্ডে রেস্টুরেন্টে প্রচুর চাপ থাকে। সারা রাত ডিউটি করে পরদিন ভোরে আবার খেলতে যাই। সারাদিন খেলে রাতে আবার ডিউটি করি। কোনও ঘুম হয় না ওই দুইটা দিন। ক্রিকেটকে ভালোবাসি বলেই এভাবে সবকিছু ম্যানেজ করতে পারি। টাকা পয়সার জন্য না। তেমন টাকা পয়সা পাওয়াও যায় না। তবে এখন দেশটি আস্তে আস্তে পেশাদারিত্বের দিকে যাচ্ছে। হয়তো সামনে ক্রিকেট খেলে টাকা পাওয়া যেতেও পারে।’

সুইডেন ক্রিকেটের উন্নয়নেও কাজ করছে বলে জানান তিনি। বর্তমানে দলটির কোচের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অলরাউন্ডার জন্টি রোডস। এরই মধ্যে বেশ কয়েকবার এই কোচের সঙ্গে কাজও করা হয়েছে জ্যোতির। এলিট লিগ শেষেই জন্টির অধীনে শুরু হবে সুইডেন জাতীয় দলের ক্যম্প। 

জ্যোতির বাবা লিয়াকত আলী খুলনার শিরোমনী থানায় এসআই হিসেবে কর্মরত। দুই ভাই বোনের ছোট জ্যোতি। সুইডেনে থাকলেও দেশের জন্য তার মন টানে। প্রতি বছরই একবার দেশে আসেন। তবে করোনার কারণে এ বছর আসতে পারেননি। সুইডেন জাতীয় দলে খেলে তিনি চান বাংলাদেশের নাম উজ্জ্বল করতে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে