রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০১:৪৪:৪২

তুচ্ছ কারণে কি পিএসএল খেলতে পারবেন না টাইগাররা?

তুচ্ছ কারণে কি পিএসএল খেলতে পারবেন না টাইগাররা?

স্পোর্টস ডেস্ক : প্রথম বারের মত বাংলাদেশের ১০ জন ক্রিকেটার ডাক পান পাকিস্তানের সুপার লিগে খেলার জন্য। এখান থেকে দল পান ৪ জন ক্রিকেটার।

কিন্তু হতাশ হওয়ার মত বার্তা এরই মধ্যে উড়ে গেছে সাকিব-মুস্তাফিজের কাছে। দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর স্বপ্ন ছিল দেশের গ্রেট ক্রিকেটাররা বিদেশের মাটিতে কেমন খেলে এটা দেখার জন্য।

কিন্তু হঠাৎ জটিলতায় গড়াল সাকিব, তামিম, মুস্তাফিজ ও মুশফিকের পিসিএল খেলার স্বপ্ন। এক দিকে দেশের ক্রিকেট অন্যদিকে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় নাকি অনুমতি না দেয়ার পথে যাচ্ছে বিসিবি।

এর আগে মুস্তাফিজের বিষয়ে কথা বলেন বিসিবির কর্মকর্তারা। কিন্তু সবারই পিএসএল খেলা অনিশ্চয়তার মধ্যে।
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর   
  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে