রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০১:৪৭:৪৭

আইসিসির স্মৃতিতে টাইগারদের প্রথম টেস্ট জয়

আইসিসির স্মৃতিতে টাইগারদের প্রথম টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক:  আজকের এই দিনে অর্থাৎ ২০০৫ সালের ১০ জানুয়ারিতে  চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয় পায় লাল সবুজের বাংলাদেশ। ঐতিহাসিক ম্যাচটিতে নেতৃত্বে ছিলেন হাবিবুল বাশার সুমন।

নিজেদের প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে ২২৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

দিনটি তাই বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় একটি দিন। আর ১১ বছর বাদেও সেই দিনটিকে স্মরণ করিয়ে দিয়েছে স্বয়ং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে সেই টেস্ট জয়ের ছবি পোস্ট করে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে সংস্থাটি।

পোস্টে লিখেছে, ‘এই দিনেই ২০০৫ সালে, ‘বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম টেস্ট জয় পায়। এদিন তার জিম্বাবুয়েকে হারিয়েছিল ২২৬ রানের ব্যবধানে।’

১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে