রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০২:১৯:৪১

বিধ্বংসী জয়সুরিয়ার অজানা তথ্য

বিধ্বংসী জয়সুরিয়ার অজানা  তথ্য

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটীয় জীবন আর মাঠের বাইরের জীবন। দু’জায়গায় সমান তালে পারদর্শী  শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া। খেলার মাঠে ধুম ধাড়াক্কা ব্যাটিং  ছাড়াও দলের সবার মধ্যমনি ছিলেন তিনি। বর্তমানে দেশটির সফল রাজনীবিদদের একজনও বটে। তাই সবসময় খবরের শিরোনামে তার স্থান।

এবার খেলা কিংবা রাজনৈতিক ইস্যুতে নয়। অন্য এক কারণে ক্রিকেট পাড়ায় আলোচনায় এসেছেন সনাথ জয়সুরিয়া। জানা যায় তার বিশ বছর ক্রিকেটীয় ক্যারিয়ারে কোন দিন সানগ্লাস পরেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বরাতে এমন তথ্য পাওয়া যায়।

১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে