স্পোর্টস ডেস্ক : সিলেটের মাটিতে শুয়ে আছেন অলিকূলের শিরোমনি শাহজালাল (র:)। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ক্রিকেটে ফিরতে চাওয়ার প্রসঙ্গে কথা বলার সময় শাহজালাল (র:) এর দরগা নিয়ে কথা বলেন।
বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের বিস্ময়বালক আশরাফুল ক্রিকেটে ফিরতে চান। তিনি বলেন, সিলেটের ভক্তদের অনুপ্রেরণা আমাকে নিয়ে সবচেয়ে বেশি।
পরে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি সিলেটের হয়রত শাহজালাল (র) এর দরগাকে আমি আমার দ্বিতীয় বাড়ি মনে করি। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, সিলেটে আমার অনেক ভক্ত রয়েছেন। তবে আমি সিলেটের এই পূণ্য ভূমির ভক্ত।
সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন লিটন মাস্টার হিসাবে পরিচিতি পাওয়া আশরাফুল।
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর