রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০২:৫৫:২৯

শাহজালাল (রহ.) -এর পূণ্য ভূমি সিলেটেই আশরাফুলের বেশি ভক্ত!

শাহজালাল (রহ.) -এর পূণ্য ভূমি সিলেটেই আশরাফুলের বেশি ভক্ত!

স্পোর্টস ডেস্ক: আশরাফুল ভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন কখন তাদের প্রিয় তারকা ক্রিকেট মাঠে ফিরবেন। আর কখনইবা তিনি আগের সেই চিরচেনা  স্টাইলে ফিফটি অথবা শতকের পর সেজদায় মাটিতে লুটিয়ে পড়বেন।

গত শুক্রবার ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলায় একটি অনুষ্ঠানে আশরাফুলের দেয়া বক্তব্যে সুস্পষ্ট যে তিনি অনেকটা মুখিয়ে আছেন জাতীয় দলের ফেরার জন্যে। তার মুখে শোনা যায়, সব ঠিকঠাক থাকলে চলতি বছরের আগস্টেই খেলায় ফিরবেন তিনি।

আশরাফুলের দেয়া এমন তথ্যে অনেকটা খুশি হওয়ার কথা তার তার লক্ষ্য কোটি ভক্তের। তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানালেন, ‘সিলেটবাসীর ভালবাসা ও অনুপ্রেরণা আমাকে প্রতিনিয়ত উৎসাহ যুগিয়েছে। তাই হযরত শাহজালাল (র:) এর পূণ্য ভূমি সিলেটকে আমার দ্বিতীয় বাড়ি মনে করি। সিলেটে আমার সব চেয়ে বেশি ভক্ত রয়েছেন।

নিজেকে সৎ পথে রেখে অবসর পর্যন্ত ক্রিকেট খেলে যেতে চান আশরাফুল।

১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে