স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ছোট গড়নের বড় তারকার নাম মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি বিয়ে করে হানিমুন পর্ব শেষ করেছেন তিনি। নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তার।
এখন তার ভাবনায় শুধু ক্রিকেট। কখন ক্রিকেট মাঠে নামবেন তিনি? লক্ষ্য মানুষের জবাব নিজের মুখে দিয়েছেন আশরাফুল। চলতি বছরের আগস্টে ক্রিকেটের ফেরার নিষেধাজ্ঞা কেটে যাবে তার।
আশরাফুলের দৃষ্টি ওই দিকেই। আশরাফুল আশা প্রকাশ করে বলেন, আমি নিষেধাজ্ঞা মুক্ত হয়ে আগামী আগষ্ট মাস থেকে ক্রিকেট মাঠে ফিরব। পরে তিনি বলেন, আমি ক্রিকেটকে ভালোবাসি।
আশরাফুল বলেন, যদি সুস্থ থাকি তবে দেশের হয়ে আরো ১০-১৫ বছর ক্রিকেট খেলতে চাই। আশরাফুল বলেন, ভক্তদের জন্যই আমি ক্রিকেটে ফিরতে চাই।
ক্রিকেটে ফেরার পর সফলভাবে ক্রিকেট জীবন চালিয়ে যেতে চান আশরাফুল। ভালো করার প্রয়াস হিসাবে তিনি বলেন ভক্তদের জন্যই আমার তাড়া থাকবে ভালো ইনিংস খেলার।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে আশরাফুলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা প্রবল। ২০১৬ বিপিএলে তার খেলার সম্ভাবনা তো থাকতেই।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর