স্পোর্টস ডেস্ক: মাত্র দু’মাস আগে সাকিব-শিশিরের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক রাজকন্যা। সময়ের ব্যবধানে দেশে ফিরেই সাকিব জানালেন তাদের আদরের মেয়ের নাম আলাইনা হাসান অব্রি।
নাম উম্মোচনের পর এবার দেখা গেল চোট্ট অব্রির প্রথম খেলনার পুতুলের। মা উম্মে আহমেদ শিশির নিজেই মেয়ের প্রথম পুতুলের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
টেডি বিয়ারের গায়ে লেখা অব্রির প্রথম টেডি বিয়ার। ছবির ক্যাপশন ছিল, ‘দেখা করুন আলাইনা হাসান অব্রির প্রথম টেডি বিয়ারের সাথে।’
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর