স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচের অনন্য একটি ঘটনা এটি। গ্যালারির দর্শকরা নিঃসন্দেহে তাদের জীবনের সেরা ক্রিকেট ম্যাচ দেখেছেন রোববার।
দুই কাণ্ডারির ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ হয়ে যায় গোটা গ্যালারির দর্শকরা। ম্যাচ চলার সময়ের আবহ ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। কি ঘটল, ক্রিকেটে এমন কি যোগ হলো মুখে মুখে আসে সে প্রসঙ্গ। দুই কাণ্ডারির তাণ্ডবে কাঁপল গ্যালারি! এমন কিছু?
নিউজিল্যান্ডের দাপটে দুটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরে যায় শ্রীলঙ্কা। শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে টার্গেট দেয় ১৪৩ রানের।
মাত্র ১টি উইকেট হারিয়ে ১০ ওভারে ১৪৭ রান করে নিউজিল্যান্ড। মার্টিণ গাপটিল ও কলিন মনরো এই ঘটনার নায়ক। মনরো ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
ক্রিকেট বিশ্বে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড এটি। তার রেকর্ডের ২০ মিনিট আগে ওপেনার গাপটিল ১৯ বলে করেন হাফসেঞ্চুরি। ওটি ছিল নিউজিল্যান্ডের দ্রুততম হাফসেঞ্চুরি। এমন একটি চমকপ্রদ ম্যাচ মাঠে গড়ায় অকল্যান্ডে।
গাপটিল ২৫ বলে ৬৩ রান করে বিদায় নেন। গাবটিল আউট হয়ে সতীর্থ মনরোকে সুযোগ করে দেন ব্যাটিংয়ের। ১৪৩ রান তাড়া করতে এতটা ক্ষিপ্ত হওয়ার প্রয়োজন ছিল না।
মনরোর ইনিংসে রয়েছে ৭ টি ছয় ও একটি চারের মার। গাপটিলের ইনিংসে রয়েছে ৬ চার ও ৫ ছক্কা। দুই জনের মাঝে কেন উইলিয়ামসন ২১ বলে করেন ৩২ রান। মনরো ও ইউলিয়ামসন অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।
১০ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর