স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ছয় বছরের নিষেদাজ্ঞা কাটিয়ে অবশেষে ক্রিকেটে ফিরলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ।
রবিবার ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টে দিয়ে খেলায় ফিরলেন তারা।
২০১০ সাল থেকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছরের জন্যে সব ধরণের ক্রিকেটে নিষিদাজ্ঞায় ছিলেন দু’জন । তাদের সঙ্গে সংযুক্ত ছিলেন আরেক উদীয়মান পেসার মোহাম্মদ আমিরও। কিন্তু আমির এর আগেই ক্রিকেটে ফিরেন। বাট-আসিফের ফিরতে দেরি হওয়ার প্রধান কারণ তারা বিভিন্ন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন । এবার ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন। দুজনই ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট দলের খেলোয়াড়। হায়দ্রাবাদে খেলতে গেছেন।
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর