রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৭:১৭

যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার নাসিরকে দলে রাখা হয়নি

যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার নাসিরকে দলে রাখা হয়নি

স্পোর্টস ডেস্ক: ২০১৪-এর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ার পর নাসির হোসেন ফিরেছিলেন গত বিশ্বকাপ দিয়ে। ২০১৫ সালে বাংলাদেশের হয়ে ১৫ টি ওয়ানডে খেলেছিলেন নাসির। এমনটি প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেন তিনি। অথচ সেই অলরাউন্ডার নাসিরকে এক বছর পর আবারও দল থেকে বাদ পড়তে হয়। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়নি। নাসির ভক্তদের মাঝে স্বভাবতই প্রশ্ন ওঠে কেন নাসির নেই জিম্বাবুয়ের বিপক্ষে দলে রাখা হয়নি?

এমন প্রশ্নের জবাবে টাইগার দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বিপিএলে নাসিরের ব্যাটে খুব একটা ভালো রান আসেনি। সুতরাং নির্বাচক কমিটির মনে করেছে নাসির একটু বিরতি হলে আবার ভালো করে ফিরে আসবে।

গত বছর বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর অল রাউন্ডার নাসির হোসেনকে নিয়ে কিছু ইতিবাচক কথা জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্ব টি-টোয়েন্টি আসরকে সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন এই নির্বাচক।

জিম্বাবুয়ে সিরিজে দলে ডাক না পেলেও আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নাসির হোসেনকে দলে রাখা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

রোববার নাসিরের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ পরীক্ষা-নিরিক্ষার বলেই স্কোয়াডের বাইরে রাখা হয়েছে নাসিরকে। তাঁকে মোটেও আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে না। আমাদের ভাবনায় নাসির ভালোমতোই আছে। নাসির তো একজন কার্যকর ক্রিকেটার। তাই আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনাতেও নাসির আছেন বলে জানান এই নির্বাচক।

তিনি আরো বলেন, জিম্বাবুয়ে সিরিজে আমরা কয়েক জন ক্রিকেটারকে সুয়োগ করে দিয়েছি। যাতে তারা নিজেদের ঝালিয়ে নিতে পারেন। আমরা একটু দেখ চাই। নাসির সম্পর্ক আমরা ভালোমতোই জানি। কোন পরিস্থিতি সে কেমন ব্যাটিং-বোলিং করতে পারে। তাই আমরা নাসিরের কথা মাথায় রেখেছি।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে