স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর ঘরোয়া ক্রিকেট দিয়ে খেলায় ফিরলেন পাকিস্তান জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ আসিফ।
রবিবার ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টে দিয়ে খেলায় ফিরলেন তিনি।
মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় খেলায় ফিরতে আমিরের চেয়ে একটু বেশি সময় লেগেছে তার। বর্তমানে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্টের হয়ে খেলতে হায়াদ্রাবাদে আছেন আসিফ।
ক্রিকেটে ফেরা নিয়ে নিজের উচ্ছ্বাস ও প্রত্যয়ের ব্যক্ত করতে গিয়ে ৩৩ বছর বয়সী আসিফ বলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে খেলায় ফিরতে পারলেন।’
আসিফের কথায়, "শেষ পাঁচ বছর আমার ও আমার পরিবারের জন্য সবচেয়ে কঠিন ছিল। তবে সেই সময় পার হলো বলে খুশি আমি। আবার মাঠে ফিরতে পারলাম।"
দীর্ঘ বিরতির পরও বোলিংয়ে নিজের সেরাটা দিতে আত্মবিশ্বাসী আসিফ। জানালেন, "গত ৫ বছর ধরেই টানা অনুশীলন করে গেছি। ওয়ানডে ম্যাচের আগে চারদিনের টুর্নামেন্টেও আমরা দলে ছিলাম। খেলার অনুমতি পাইনি। নেটে বল করে গেছি। কোনো সমস্যা হবে না আশ করি।"
১০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর