স্পোর্টস ডেস্ক : গতকাল প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৩১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে অলআউট করে ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ দল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে প্রথমে বোলিং করে বাংলাদেশ দল।
শুরু থেকে অস্টেলিয়ার ব্যাটিং লাইন আপকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল মুস্তাফিজরা। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রান রেট ওভার প্রতি ৬ করে ছিল। তারই ধারাবাহিকতা টিম অস্ট্রেলিয়া ৭ উইকেটে মাত্র ১২১ রানে গুটিয়ে ফেলে ইনিংস। বাংলাদেশকে জয়ের জন্য ১২২ রান করতে হবে। মুস্তাফিজ ৩টি, শরিফুল ২টি ও সাকিব-মেহেদি ১টি করে উইকেট পান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় ম্যাচ জয়ে মুখিয়ে আছে। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচেও আগের ম্যাচের একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।