স্পোর্টস ডেস্ক: একজন ফুটবলার হিসেবে অনেক ভক্ত রয়েছেন জিনেদিন জিাদানের। অবসরে গিয়ে ভক্তদের কোনো কীর্তি দেখাতে পারেননি তিনি। অবশেষে রিয়াল কোচ হিসেবে জিদানের অভিষেকটা স্মরণীয় হয়ে গেল ভক্তদের কাছে। রিয়ালের কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচে জয় পেল রোনলদোরা। তার এই অভিষেক দিনে ওয়েলশ ফরোয়ার্ড গ্যারেথ বেলের হ্যাট্রিকে দেপোর্তিভো লা করুণাকে ৫-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
এ যেন স্বপ্নের শুরু। রাফা বেনিতেজকে হটিয়ে হঠাৎ করেই রিয়াল ম্যানেজারের গুরুদায়িত্বটা পেয়েছেন জিনেদিন জিদান, আর প্রথম ম্যাচেই জিদানকে বড় জয় উপহার দিল শিষ্যরা।
বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুণা রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে বেল-বেনজেমারা। ফল আসে খুব দ্রুত। ১৫ মিনিটে ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ।
এরপর শুরু হয় গ্যারেথ বেলের ওয়ান ম্যান শো। ২২, ৪৯, ৬৩! তিনবার প্রতিপক্ষ রক্ষণকে পরাস্ত করে হ্যাট্রিক পূর্ণ করেন এই ওয়েলশম্যান।
ম্যাচের শেষভাগে করিম বেনজেমা আরো একটি গোল করলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। প্রথম ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়েন ম্যানেজার জিদান।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস