স্পোর্টস ডেস্ক: ১৪ মিনিট আগে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল মাত্র ১৯ বলে টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি করে রেকর্ড করেন। এর ঠিক ১৪ মিনিট পরই মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করেন কলিন মুনরো। গাপটিলের রেকর্ডটির স্থায়িত্ব পায় মাত্র ১৪ মিনিট। এরপর শুরু হয় মুনরোর তাণ্ডব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন কলিন মুনরো। ১৪ বলে ফিফটি ছোঁয়ার পথে আরেকটি অনন্য রেকর্ডও গড়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।
রোববার অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৫০ রান করতে মুনরো চার মেরেছেন একটি আর ছক্কা হাঁকিয়েছেন ৭টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা এর কম রানের ইনিংসে কোনো ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১০ সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কুমার সাঙ্গাকারা ও গৌতম গম্ভীর যথাক্রমে ২১ ও ১৯ বলে ফিফটি করেছিলেন।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস