স্পোর্টস ডেস্ক: অকল্যান্ডের ইডেন পার্কে বয়ে গেছে গাপটিল-মনরোর ব্যাটিং ঝড়। আর সেই ঝড়ে উড়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা। লক্ষ্যটা ছিল ১৪৩ রানের। নিউজিল্যান্ড সেটা টপকে গেল মাত্র ১০ ওভারেই! ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের (২-০) লজ্জা পেল লঙ্কান শিবির। দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে লঙ্কানরা।
রোববার অকল্যান্ডে গাপটিল ও মুনরো ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে গাপটিল ফিফটি পূর্ণ করেন মাত্র ১৯ বলে। আউট হওয়ার আগে গাপটিল ২৫ বলে ৫টি ছক্কা ও ৬টি চারে খেলেন ৬৩ রানের ঝোড়ো ইনিংস। তার ১৯ বলের ফিফটি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্রুততম। তবে তার এই রেকর্ডটা ২০ মিনিটও স্থায়ী হয়নি!
গাপটিলের বিদায়ের পর ক্রিজে আসা কলিন মুনরো আরো চড়াও হন শ্রীলঙ্কার বোলারদের ওপর। মাত্র ১৪ বলে ৭টি ছক্কা ও ১ চারে তিনি খেলেন অপরাজিত ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। নিউজিল্যান্ডের যখন জয়ের জন্য দরকার ২ রান, মুনরো তখন ১৩ বলে ৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে। লঙ্কান পেসার দুসমন্ত চামিরাকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলে মুনরো ফিফটি পূর্ণ করেন মাত্র ১৪ বলে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও। আগে যেটা ছিল ১৭ বলের।
অবশ্য ১৭ বলে ফিফটি আছে তিনজনের- আয়ারল্যান্ডের পল স্টারলিং, নেদারল্যান্ডসের স্টিফেন মাইবার্গ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। আর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলের ফিফটিটা এখনো টি-টোয়েন্টি ক্রিকেটেরই দ্রুততম ফিফটির রেকর্ড।
এদিন অকল্যান্ডের ইডেন পার্কে ঝড় তুলেছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসও। তার ৪৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় করা অপরাজিত ৮১ রানের সুবাদেই ৮ উইকেটে ১৪২ রান করেছিল শ্রীলঙ্কা। বাকি ব্যাটসম্যানদের মধ্যে তিলকারতেœ দিলশান (২৮) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনেনি! শেষ পর্যন্ত গাপটিল ও মুনরোর তাণ্ডবে বৃথা গেল ম্যাথুসের ঝোড়ো ইনিংসটি। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও ২১ বলে করেছেন অপরাজিত ৩২ রান।
এই জয়ে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নিল নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কা দুই ম্যাচ সিরিজের দুটিতেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস