স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ এক সাফল্য বয়ে এনেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেয়ার জন্য মাশরাফি বয়ে আনতে চলেছেন আরো এক সুসংবাদ। হতে চলেছেন সেরাদের সেরা
একজন অধিনায়ক। অথ্যাৎ বর্ষসেরা ওয়ানডে অধিনায়ক হতে চলেছেন ম্যাশ।
ক্রিকেট বিষয়ে সর্বোচ্চ জনপ্রিয় ওয়েবসাইড ইএসপিএন ক্রিইনফো আইসিসি বর্ষসেরা একাদশ নির্বাচনের পর এবার নির্বাচিত করতে যাচ্ছে বর্ষসেরা ওয়ানডে অধিনায়ক। আর সেখানে মাশরাফি ছাড়াও জায়গা পেয়েছেন আরো ৪ অধিনায়ক। তারা হলেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের মিসবাহ উল হক।
যদিও অনেক বিষয় নিয়ে গবেষণার পরই জানানো হবে কে সেরা হবেন, তারপরও একদিক থেকে আর সবার চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন মাশরাফি। তাই আগেবাগে বলে রাখলাম; সেরাদের সেরা অধিনায়ক হতে যাচ্ছেন টাইগার মাশরাফি।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস