স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি যেন নির্দয়ভাবে উদিয়মান ক্রিকেটারদের নিষিদ্ধ করে চলেছে। আইসিসির এই কালো দাঁতে এখন পর্যন্ত চাপা খেয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, শ্রীলঙ্কার মুরালিধারণ, শেনওয়ার্ন সহ বহু নামি-দামি ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় ডোপ টেস্টে পজেটিভ প্রমানিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ।
কিন্তু ইয়াসির বারবারই বলে আসছিলেন, উচ্চরক্তচাপের জন্য তিনি বাড়িতে থাকা ওষুধ খেয়েছেন। কিন্তু তাতে মন গলেনি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র।
তাই, এবার বাধ্য হয়েই আইনী পথ বেছে নিচ্ছেন ২৯ বছর বয়েসী এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মাধ্যমে তিনি আইসিসিকে জানিয়েছেন, নিষিদ্ধ হবার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি আইসিসির বিরুদ্ধে মামলা লড়বেন।
পিসিবি’র এক মুখপাত্র জানান, ‘আমরা ইয়াসিরের পক্ষ থেকে আইসিসিকে অবগত করেছি যে, ইয়াসির এই মামলায় লড়তে চায়। এটি একজন খেলোয়াড়ের অধিকার এবং সে আইসিসির বিপক্ষে মামলা লড়তে প্রস্তুত।’
ইয়াসিরের এই সিদ্ধান্তের ফলে আইসিসি আগামী দুই সপ্তাহের মধ্যে একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে মামলার শুনানি শুরু করবে।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল