স্পোর্টস ডেস্ক: চোট, আঘাত, কাবু কিছুই মানছে না বার্সেলোনার সেরা ফুচটবলার নিওলেন মেসি। এল ক্লাসিকোতে ফেরার পরে গোল করলেও সেভাবে ছন্দ ফিরেছেন তার খেলা না দেখলে বুঝতে পারবেন না। প্রতিপক্ষের খেলোয়াড় যতই শক্তিশালী হইক না মেসিকে আটকে রাখতে পারবে না।
বার্সেলোনার হয়ে একের পর এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন লিওনেল মেসি, এ আর্জেন্টাইনের জাঁদুতে গত কয়েকবছর ধরেই মুগ্ধ ফুটবল বিশ্ব। আর বার্সার হয়ে নিজের অভিষেক ম্যাচেই মেসি জাদুর সঙ্গী হয়েছিলেন আরদা তুরান। মেসির হ্যাটট্রিকে মুগ্ধ এ ফুটবলার বলেছেন, ‘মেসি ঈশ্বরের বিস্ময়’।
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় আসা আরদা তুরান অভিষেক ম্যাচে মুখোমুখি হন গ্রানাডার, সে ম্যাচে মেসির হ্যাটট্রিকে বার্সা জয় পায় ৪-০ গোলের বড় ব্যবধানে।
আর সেই ম্যাচ নিয়েই তুর্কি সংবাদপত্র সাবাহতে তুরান বলেছেন, ‘মেসির মত আর কাউকেই আমি দেখিনি। তিনি ঈশ্বরের বিস্ময়। যখন তিনি মাঠে তার নৈপুন্য দেখান, আমি তা খুবই উপভোগ করি। আমি মোটেও তাকে হিংসা করছি না।’
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস