রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৯:০৮:১৩

বাজে বোলিংয়ের বিশ্বরেকর্ড

বাজে বোলিংয়ের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কা শিবিরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। শ্রীলঙ্কার করা ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০ ওভারেই লক্ষে পৌঁছে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে টর্নেডো চালান দুই ব্যাটসম্যান কলিন মানরো ও মার্টিন গাপটিল।

এই দুই ব্যাটসম্যানের মধ্যে মানরো করেছেন ১৪ বলে ৫০* এবং গাপটিল করেছেন ২৫ বলে ৬৩। ব্ল্যাক ক্যাপদের পক্ষে এই দুই ব্যাটসম্যান  সবচেয়ে বেশি ঝড় তুলেছিলেন লঙ্কান লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসের উপর। ভ্যান্ডারসে মাত্র ২ ওভার বল খুচরায় দেন ৪১ রান। যার ইকোনোমি রেট ২০.৫০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড এটি (কমপক্ষে ২ ওভার বল করা)।

অবশ্য রেকর্ডটা ভ্যান্ডারসের একার নয়। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও মার্ক ওয়াটের সঙ্গে এই রেকর্ডটা ভাগ করে নিচ্ছেন লঙ্কান লেগ স্পিনার। অশ্বিন ২০১৩ সালে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ওভার বল করে ৪১ রানই দিয়েছিলেন। আর স্কটল্যান্ডের স্পিনার ওয়াটও ২০১৫ সালে এডিনবার্গে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার বল করে ৪১ রান দিয়েছিলেন।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে