রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৪:৩৩

জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে যুব টাইগাররা

জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে যুব টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে যব বিশ্বকাপ বা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সে কারণেই মূলত যুব টাইগার বাহিনী এখন ব্যস্ত কঠোর অনুশীলনে।  

যুব বিশ্বকাপের আগে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।  আর এই তিনটি ম্যাচেই জয়ের লক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ।

সোমবার সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। জুনিয়র টাইগারদের কাছে খুব একটা চেনা প্রতিপক্ষ নয় ক্যারিবীয় যুবারা। তারপরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেই জয়ের লক্ষ্য জুনিয়র টাইগারদের। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

রোববার সকালে বাংলাদেশের তরুণরা এবং দুপুরে ওয়েস্ট ইন্ডিজের যুবারা মিরপুর বিসিবির একাডেমী ভবন মাঠে অনুশীলন করেছে। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

যুব বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে জুনিয়র টাইগারদের অধিনায়ক বলেন, ‘তিন ম্যাচের সবগুলোতেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আমরা চাই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে। তাই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিরিজ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। সেই সঙ্গে আমরা এই সিরিজে নিজেদের যাবতীয় ভুল-ত্রুটিগুলো শুধরে নেয়ার চেষ্টা করবো।’

এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের তরুণরা। চট্টগ্রামে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল ক্যারিবীয় যুবারা।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে