স্পোর্টস ডেস্ক: ভারতীয় অভিনেত্র আরশি খানের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। আর এরই মধ্যে পাওয়া গেল নতুন খবর। আর সেটা হল আবারও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অভিনেত্রী আরশির সঙ্গে গোপনে গোপনে ডেট করছেন আফ্রিদি।
নতুন করে এক সাথে এই দু’জনকে দেখা গেছে বলে, রোববার খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি পত্রিকা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদি এখন অবস্থান করছেন আরব আমিরাতে। আর এরই মাঝে তাকে আরশি খানের সাথে দেখা যায় বলে দাবি করেছে পত্রিকাটি।
মাস ছয়েক আগে সর্বপ্রথম আফ্রিদি ও মুম্বাই ভিত্তিক মডেল আরশি খানের গোপন প্রণয়ের খবর আসে গণমাধ্যমে। যদিও নতুন করে আরশি খানের সাথে এই মেলামেশার গুজব উড়িয়ে দিয়েছেন আফ্রিদির মুখপাত্র।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস