স্পোর্টস ডেস্ক: সব ঠিক থাকলে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং ওয়েস্ট ইন্ডিস অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপ শুরু আগে দুটি দলের মধ্যে এটি খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কোচ গ্রায়েম ওয়েস্টও বলেছেন তারাও জয়ের জন্য মাঠে নামবে।
গ্রায়েম বলেন, ‘আগামীকালের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে এই ম্যাচটিতে আমরা জিততে চাই। ম্যাচের পজেটিভ ফলাফল ছেলেদের বিশ্বকাপের ম্যাচগুলোতে বাড়তি প্রেরণা দেবে।’
রোববার বিকেলে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান যে এখানে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। কন্ডিশনের সাথে পরিচিত হবার এটা একটা ভালো সুযোগ। আমাদের মাত্র একজন খেলোয়াড় আছে যে এর আগে বাংলাদেশে এসেছে, তার অভিজ্ঞতা সীমিত। আমার মনে হয় এই সিরিজটা আমাদেরকে অন্যান্য দলের চেয়ে একটু বেশি এগিয়ে রাখবে। আমাদের প্রথম খেলা ইংল্যান্ডের বিপক্ষে, আমরা সেটা নিয়েও কাজ করছি। ওই খেলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের সাথে এই সিরিজটা একটা চমৎকার প্রস্তুতি।’
স্পিন বোলিংকে বাংলাদেশের শক্তির জায়গা মনে করছেন জানিয়ে তিনি বলেন, ‘এটা অবশ্যই বাংলাদেশ দলের বড় শক্তি। ওয়েস্ট ইন্ডিজ দলেও এখন অনেক স্পিনার। আমি মনে করি আমাদের ছেলেরা স্পিন খেলে অভ্যস্ত। তবে বাংলাদেশের স্পিন আক্রমণ অবশ্যই অনেক ভালো। তাদের বিপক্ষে আমরা কিভাবে সফল হতে পারি, আমরা সেটার পরিকল্পনা করছি।’
বাংলাদেশ জাতীয় দলের মতোই বাংলাদেশ যুব দলকেও এই কন্ডিশনে শক্তিশালীই মানছেন তিনি, ‘আমরা বাংলাদেশের সিনিয়ন দলের পারফরম্যান্স সম্পর্কে ভালোভাবেই অবগত আছি। বিশ্ব ক্রিকেটের সবাই বাংলাদেশ ক্রিকেটের মান বুঝতে পেরেছে। তাদের অনূর্ধ্ব-১৯ দলও নিজেদের কন্ডিশনে একই রকম শক্তিশালী। আমরা অবশ্যই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। এবং আমরা মনে করি বাংলাদেশও এই প্রতিযোগীতার অন্যতম শক্তিশালী দল।’
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল