শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ০৮:০৭:৩৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফলাফল হাতেনাতে, ১২ রেটিং বাড়ল বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফলাফল হাতেনাতে, ১২ রেটিং বাড়ল বাংলাদেশের

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফলাফল হাতেনাতে পেল টাইগাররা। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে। ১২ রেটিং বাড়লেও র‌্যাংকিংয়ে কোনো উন্নতি হয়নি। ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা।

এদিকে বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। নবমস্থানে তাদের অবস্থান। বাংলাদেশের বিপক্ষে অকল্পনীয় এই পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ হারে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। তারা একধাপ নিচে নেমে গেছে। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে অজিদের অবস্থান র‌্যাংকিংয়ের ৬ষ্ঠ স্থানে। অজিদের অবনতিতে কপাল খুলে গেছে দক্ষিণ আফ্রিকার। ২৪৬ রেটিং নিযে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। ২৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। দ্বিতীয়স্থানে ভারত (২৭৩)। পরের দুটি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড (২৬৩) ও পাকিস্তান (২৬১)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে