শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১০:১৫:৩২

দখল করে নিচ্ছে একের পর এক স্টেডিয়াম!

দখল করে নিচ্ছে একের পর এক স্টেডিয়াম!

তুমুল যুদ্ধ শুরু হয়েছে আফগানিস্তানে। শুধু একের পর এক এলাকাই নয়  তালেবানরা দখল করে নিচ্ছে একের পর এক স্টেডিয়াম। দেশের বড় শহরগুলো দখলের পর তারা রাজধানী কাবুলের নিকটে চলে এসেছে তারা। আগের ইতিহাস বলে, তালেবানের শাসন মানেই খেলাধুলা-বিনোদন সব বন্ধ হয়ে যাওয়া। অথচ বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আফগানিস্তান। তালেবানি শাসন শুরুর প্রাক্কালে তারা খেলাধুলা বন্ধের আশঙ্কায় আছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের যোগদান নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা।

তালেবান আগ্রাসনের কারণে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম আপাতত বন্ধ। শুধুমাত্র জালালাবাদের গাজি আমানুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনও আফগান সরকারের দখলে আছে। তালেবানরা কাবুল দখল করলে সেই স্টেডিয়ামও হাতছাড়া হয়ে যাবে। দেশটির বেশিরভাগ ক্রিকেটার কাবুলের স্টেডিয়ামেই অনুশীলন করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনুশীলন তো দুরের কথা, ক্রিকেটাররা নিজেদের ও পরিবারের জীবন রক্ষায় ব্যস্ত। কবে থেকে প্রস্তুতি শুরু হবে, তা কেউ জানে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে