রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১০:৪৩:৫৬

পুরস্কার পেয়েও খুশি নয় রুবেল

পুরস্কার পেয়েও খুশি নয় রুবেল

স্পোর্টস ডেস্ক: বড়রা জয় দিয়ে শুরু করতে পারলেও যুবারা পারেনি। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।

রোববার যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক শিবিরের দুই নম্বর দলটি। তবে জয় না পেলেও আফসোস খুব একটা হচ্ছে না। কারণ বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আসলেও শক্তিমত্তায় তারা বেশ এগিয়ে ছিল। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া রুবেল মিয়া খুশি হতে পারেননি। ম্যাচের ১৮তম মিনিটে ইউসুফ সিফাতের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা; এরপর জাসিম আল শেখ বাহরাইনকে সমতায় ফেরান।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে হতাশার কথা তুলে ধরেন রুবেল। সমতায় প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে না পারার প্রসঙ্গ টেনে এই মিডফিল্ডার বলেন, “আমাদের দুর্ভাগ্য যে আমরা জিততে পারিনি।”

ড্রয়ে হতাশ নন বাহরাইন কোচ মারজান ইদও। সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবে রয়েছে জানিয়ে তিনি বলেন, “ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। অধিকাংশ খেলোয়াড়ের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পাসিংসহ অনেক ভুলই ছিল। প্রথম ম্যাচে এমনটা হতেই পারে। আমি পরবর্তী ম্যাচ নিয়ে আশাবাদী।”

আগামী বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব ২৩-মালদ্বীপ ও কম্বোডিয়া-বাহরাইন অনূর্ধ্ব-২৩ মুখোমুখি হবে।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে