রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০২:১৬:৪৫

মেসি চলে যাওয়ার পর বিস্ময়কর ঘটনা ঘটল বার্সেলোনায়

মেসি চলে যাওয়ার পর বিস্ময়কর ঘটনা ঘটল বার্সেলোনায়

থাকতে চেয়েছিল মেসি, ধরে রাখতে পারেনি বার্সেলোনা। অর্ধেক বেতনেও রাজি ছিল ফুটবলের এই কিংবদন্তী। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে বিদায় নিতে হলো তাকে। কিন্তু মেসির বিদায়ের পর বিস্ময়কর ঘটনা ঘটল বার্সেলোনায়। তাকে হারিয়ে সমর্থক, জনপ্রিয়তা এবং সর্বোপরি ব্যবসা সব হারিয়েছে বার্সেলোনা। 

যখন মেসি ছিল বার্সেলোনায় তখন ফুল হাউস পিএসজি, তখন বার্সেলোনার শেয়ার এবং টিকিট বিক্রির হার রীতিমতো আশঙ্কা করার মত। গত বছরের মার্চে সর্বশেষ তারা মাঠে বসে খেলা দেখেছে। নতুন মরশুমে দর্শক ফিরছে ইউরোপের সব স্টেডিয়ামে।

ফিরছে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পেও। কিন্তু সেই আগ্রহ কোথায়! রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচের জন্য ৩০ হাজার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত অর্ধেক বিক্রি হয়েছে তা। এটা বিস্ময়করই, আবার না-ও। এত দিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার জন্য যেখানে অধীর অপেক্ষা থাকার কথা, সেখানে এই নিরুত্তাপ আবহ যে লিওনেল মেসি না থাকায় তা অনুমান করাই যায়।

নইলে এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে যেখানে লিগে গড় উপস্থিতি থাকে প্রায় ৫০ হাজার, সেখানে এত দিন পর মাঠে ফেরার ডাকে সাড়া দিয়েছেন কিনা মাত্র ১৫ হাজার। অবশ্য আজকের দিনে বিক্রি বাড়ার সুযোগ আছে। বার্সার ম্যাচের টিকিট বিক্রি কম হলেও শনিবার রাতে পিএসজির ম্যাচে ফুল হাউস থাকছে পার্ক দ্য প্রিন্সেস। ৪৮ হাজার দর্শক স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগের দ্বিতীয় এই ম্যাচটি দেখবে। যদিও সবার চোখ খুঁজে ফিরবে লিওনেল মেসিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে