রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১১:০৮:৪১

নিউনিউল্যান্ডের কাছে ধবলধোলাই হয়ে র‌্যাংকিং হারাল শ্রীলঙ্কা

নিউনিউল্যান্ডের কাছে ধবলধোলাই হয়ে র‌্যাংকিং হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফলে আইসিসির টি-টোয়েন্টির তালিকায় সবার উপরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

লঙ্কানরা এখন রয়েছে তৃতীয় স্থানে। আর দ্বিতীয় স্থানটা দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। যদিও তিন দলের রেটিং পয়েন্ট সমান, ১১৮।এ পর্যন্ত শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ১৯ ম্যাচ করে। অস্ট্রেলিয়া ২টি ম্যাচ কম খেলেছে।

এদিকে টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। ১২ ম্যাচ খেলে টাইগারদের সংগ্রহ ৬৯ রেটিং পয়েন্ট। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে আফগানিস্তান। ১৮ ম্যাচ খেলা এশিয়ার এই দলটির ঝুলিতে জমা পড়েছে ৭৮।

অষ্টম স্থানে থাকা ভারত খেলেছে ১৪টি ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির দলের সংগ্রহ ১১০ রেটিং পয়েন্ট। সেরা দশে থাকা বাকি দলগুলো হচ্ছে ইংল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), পাকিস্তান (৬ষ্ঠ) ও নিউজিল্যান্ড (৭ম)।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে