রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৮:২০:১০

ইসলাম ধর্মের জন্য নিজের জার্সিতেও মদের লোগো ব্যবহার করতে দেননি রশিদ খান ও হাসিম আমলা

ইসলাম ধর্মের জন্য নিজের জার্সিতেও মদের লোগো ব্যবহার করতে দেননি রশিদ খান ও হাসিম আমলা

দুই মুসলিম ক্রিকেটার রশিদ খান ও হাসিম আমলা দুর্দান্ত প্রতাপে ক্রিকেট খেলে যাচ্ছেন। ব্যাটিং আর বোলিং দুই জায়গাতে তাদের দাপট অনস্বীকার্য। তবে সবচেয়ে বড় কথা হলো অর্থই সবসময় তাদের কাছে মূখ্য বিষয় নয়, ইসলাম ধর্মের জন্য তাদের ছাড় কোন অংশেই কম নয়। ইসলাম ধর্মের জন্য নিজের জার্সিতেও মদের লোগো ব্যবহার করতে দেননি রশিদ খান ও হাসিম আমলা।  সুতরাং যখন অ্যালকোহলযুক্ত পানীয়গুলির প্রচারের কথা হয়, তখন এমন অনেক ক্রিকেটার আছেন যারা নিজেদের ধর্মীয় কারণ এবং নৈতিক বিশ্বাসের কারণে এগুলোর প্রচারে অস্বীকৃত হয়েছেন, এমনকী যদি তার অর্থ দাঁড়ায় স্পনসরহীন জার্সি পড়া, তাও তারা করেছেন।

রশিদ খান: আফগানিস্তানের চাঞ্চল্যকর স্পিনার রশিদ খান, বিশ্বজুড়ে চালু হওয়া ক্রিকেট লীগের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে একজন। রশিদ খান অস্ট্রেলিয়ার টি-২০ লীগ বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার দলের হয়ে খেলেন। তিনি এই টুর্নামেন্টের অফিসিয়াল স্পনসর ওয়েস্ট এন্ডের লোগো ওয়ালা জার্সি পড়ে খেলেন না, কারণ এটি একটি দক্ষিণ আফ্রিকার বিয়ার প্রস্তুতকারক কোম্পানি এবং ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ।

হাসিম আমলা: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের এখনও পর্যন্ত অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন হাসিম আমলা, তিনি যখন নিজের আড়ম্বরপূর্ণ ব্যাটিং করেন, দেখে মনে হয় তিনি যেনো ক্রিজে মেডিটেশন করছেন। হাসিম আমলা যিনি ওয়ানডেতে দ্রুততম ১০০০ থেকে ৭০০০ রান সংগ্রহকারী, একজন গভীরভাবে ধর্মীয় বিশ্বাসী ব্যক্তি। যখনই দক্ষিণ আফ্রিকা দল মাঠে খেলতে নামে তখনই তার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের স্পনসর ক্যাসেল ল্যাগারের লোগো ছাড়াই জার্সি আসে। ক্যাসল ল্যাগার একটি অ্যালকোহলিক ব্র্যান্ড। এই লোগো না পড়ার জন্য হাসিম আমলাকে নিয়মিত তার দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ফাইন দিতে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে