রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১০:৩৭:৩৯

রশিদ খান-মোহাম্মদ নবীদের সুখবর দিল তালেবানরা

রশিদ খান-মোহাম্মদ নবীদের সুখবর দিল তালেবানরা

এবার রশিদ খান-মোহাম্মদ নবীদের সুখবর দিল তালেবানরা। তালেবান অভ্যুত্থানের কারণে আফগানিস্তান ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে, তা উড়িয়ে দিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। তালেবান মুখপাত্র সুহাইল শাহীন উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তালেবানরাই তো আফগানিস্তানে ক্রিকেট এনেছে। এখন তারা ক্ষমতায় গেলে ক্রিকেট খেলা অব্যাহত থাকবে এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করা হবে।

সুহাইল শাহীন বলেছেন, আফগান ক্রিকেট টিমের খেলা অব্যাহত থাকবে। ক্রিকেটের উন্নতি সাধনে আমরা অতীতের মতো কাজ করব। যে সময় আমরা ক্ষমতায় ছিলাম, তখন আফগান ক্রিকেট তো আমরাই সারাবিশ্বে চিনিয়েছি।

তালেবান এই মুখপাত্র নিজের ক্রিকেট খেলা দেখার স্মৃতিচারণ করে বলেন, আমার মনে পড়ে, আমি আর মোল্লা আব্দুস সালাম জায়ীফ ভাই তালেবান শাসনামলে আমাদের খেলা দেখতে পাকিস্তান সফর করেছিলাম। ইসলামাবাদে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের খেলা ছিল। সরাসরি খেলা দেখার অভিজ্ঞতাই অন্যরকম। আমাদের আফগান খেলোয়াড়রা সেই সময় ম্যাচ জিততে অনেক চেষ্টা করেছে। সেই ম্যাচে পাকিস্তান খুব কম ব্যবধানে জিতেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে