স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোববার রাতে ১৬ সদস্যের এই দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
ঘোষিত স্কোয়াডে নতুন দুই চমক হিসেবে রেখেছে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে দলে না থাকা বুসিমুজি সিবান্দা এবং শন উইলিয়ামসকে। এই দুই ক্রিকেটারে জন্য দল থেকে বাদ পরেছেন তিনাশে পানিয়াঙ্গারা ও ক্রেইগ আরভিন।
আগামীকাল বিকেলে টি-টোয়েন্টি সিরিজটি খেলার জন্য ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। ১৫ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড : এল্টন চিগম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিবা, মুজারাবানি, তেন্দাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রিয়ান ভেটোরি।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস