সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০৮:৩৮:০০

দূর হলো রশিদ খানদের চিন্তা

দূর হলো রশিদ খানদের চিন্তা

কয়েকদিন ধরে একের পর এক স্টেডিয়াম দখল করতে থাকে তালেবানরা। পূর্বের ইতিহাস বলে তালেবানদের শাসন বাধ্যবাধকতায় পরিপূর্ণ। এইসকল দিক বিবেচনা করে মহাচিন্তায় পড়ে গিয়েছিল রশিদ খানরা। 

প্রশ্ন দেখা দিয়েছিল আদৌ টি-টোয়েন্টি খেলতে পারবে কীনা।  এমন কী শংকায় ছিল বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। কেন না, আফগানিস্তানের যে ৬টি স্টেডিয়াম আছে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবানরা।

এবার দূর হলো চিন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার হিকমত হাসানের খুশির বার্তায়। তিনি জানিয়েছেন, পরিকল্পনা মতোই এগোচ্ছে আফগানিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে হিকমত হাসান বলেছেন, “বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আমরা দ্রুত অনুশীলনও শুরু করে দিব। যারা দেশে আছে তাদের জানিয়ে দিব মাঠে আসার জন্য।”

হিকমত হাসান বলেছেন, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনেরও চেষ্টা চলছে। হিমকত হাসান বলেন, ‘অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তুতি চলছে। আমরা ভেন্যু খুঁজছি। এর জন্য শ্রীলঙ্কা বা মালয়েশিয়ায়ও ভেন্যু হতে পারে।’

বিশ্বকাপ নিয়ে শঙ্কা জাগায় তালেবান নেতা সুহাইল শাহীন উর্দু নিউজকে বলেন, “আফগানিস্তানে ক্রিকেট অব্যাহত থাকবে। আগেও যেমন ক্রিকেটের উন্নতিতে কাজ করেছিলাম আমরা, এখনও করব। আমরাই তো সারা বিশ্বকে চিনিয়েছিলাম আফগানিস্তান ক্রিকেট খেলে।”

তিনি আরও বলেন, মনে পড়ে, আমি আর মোল্লা আব্দুস সালাম জায়ীফ ভাই তালেবান শাসনামলে ইসলামাবাদ গিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা দেখতে। আফগান ক্রিকেটের উন্নতিতে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে