সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১১:১১:৪৯

আফগান ক্রিকেট বোর্ডে নতুন চেয়ারম্যান, শীঘ্রই মাঠে নামবে রশিদ খানরা

আফগান ক্রিকেট বোর্ডে নতুন চেয়ারম্যান, শীঘ্রই মাঠে নামবে রশিদ খানরা

অবশেষে ফারহান ইউসুফজাইকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফজলিকে। ফজলি এর আগেও এসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল আফগানিস্তান ক্রিকেট দল।

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, দেশের রাষ্ট্রপতি হলেন পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান হলেন বোর্ডের প্রধান। সমস্ত ব্যবহারিক কাজের ক্ষমতা থাকে সিইও এর হাতে। তিনি ক্রিকেটের সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। ডক্টর হামিদ শিনওয়ারী বোর্ডের বর্তমান সিইও।

এদিকে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির ক্রিকেট নিয়ে আশাবাদী এসিবি কর্মকর্তারা। তারা শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের দিকে মনোনিবেশ করেছেন। সে জন্য শ্রীঘ্রেই অনুশীলনে করবে আফগানিস্তান দল।

শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে