সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১২:০৪:২৬

ব্রাজিলে নেইমারের চেয়ে বেশি ভোট পেয়েছেন মেসি

ব্রাজিলে নেইমারের চেয়ে বেশি ভোট পেয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ব্যালন ডি’ অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর আগে ‘ব্যালন ডি’অর জেতা উচিত কার—মেসি, রোনালদো, নাকি নেইমারের?’ পাঠকদের কাছে এ প্রশ্নের উত্তর খুঁজেছে ফুটবল ওয়েবসাইড গোল ডটকম। সেখানেই দেখা গেল ৫৬ ভাগ পাঠকের চোখেই এবারের বিজয়ী লিওনেল মেসি।

৩১ ভাগ ভোটার মনে করেন রোনালদোর জেতা উচিত। আর প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নেওয়া নেইমার পেয়েছেন ১৩ ভাগ ভোট। মেসি ও রোনালদো তাঁদের নিজ নিজ দেশে পেয়েছেন সর্বাধিক ভোট। কিন্তু ব্রাজিলের দিকে নজর দিতেই চমকে উঠতে হয়েছে। সেখানেও সর্বাধিক ভোট পেয়েছেন মেসি! চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড়, প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজেদের সেরা তারকার সঙ্গে—এসবও টলাতে পারেনি মেসির জনপ্রিয়তা।

ব্রাজিল থেকে পাওয়া ভোটে দেখা গেছে ৩৮ ভাগ পাঠকই মেসিকে সেরা মেনে নিয়েছেন আর ৩৬ ভাগ ভোট দিয়েছেন নেইমারকে। তার মানে কী ঐতিহ্যবাহী সেই ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ হারিয়ে ফেলছে দুই দেশের ক্রীড়ামোদীরা? নাকি মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে চিরবৈরী প্রতিবেশি দেশটিরও কোনো সংশয় নেই!

নেইমার বার্সেলোনায় যোগ দেওয়ার পরই অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার সাপে-নেউলে সম্পর্কের উন্নতি হয়েছে। নিয়মিত এ দুজনের গোল উদ্‌যাপনের দৃশ্যেই হয়তো সবার মনে পড়েছে খেলাটির আসল উদ্দেশ্য—আনন্দ। সে জন্যই হয়তো ব্রাজিলের দর্শকেরাও মেনে নিয়েছেন চর্মগোলকে আনন্দ দেওয়ায় মেসির ধারেকাছে এখন কেউ নেই। সূত্র- প্রথম আলো
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে