মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০২:২৯:০৯

যে চিন্তায় ঘুমাতে পারছেন না রশিদ খান

যে চিন্তায় ঘুমাতে পারছেন না রশিদ খান

বর্তমানে পুরো আফগানিস্তান এখন তালেবানের দখলে। এমন পরিস্থিতিতে দেশ ছাড়তে চাইছে অনেকে। রশিদ খানও চাচ্ছেন যেভাবেই হউক তার পরিবারকে নিজের কাছে নিয়ে আসতে। কিন্তু কোনভাবেই সেটা পারছেন না। আর এই কারণে ইংল্যান্ডে বসে পরিবারের নিরাপত্তার চিন্তায় ঠিকমতো ঘুমাতে পারছেন না এই লেগ স্পিনার।

গতকাল ইনস্ট্রাগ্রামে স্টোরিতে এ কথা জানান তিনি। দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন রশিদ। আফগান এই লেগ স্পিনারের অবস্থা সম্পর্কে ইংলিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে বিস্তারিত বলেছেন কেভিন পিটারসেন। সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘তার দেশে অনেক কিছু ঘটছে। এ ব্যাপারে বাউন্ডারি লাইনে তার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি এবং সে চিন্তিত। সে তার পরিবারকে আফগানিস্তানের বাইরে আনতে পারছে না।’মানসিকভাবে এরকম দুরবস্থায় থাকার পরও পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়তে দেননি রশিদ। দুর্দান্ত বোলিংয়ে ট্রেন্ট রকেটসকে জিতিয়ে হান্ড্রেডের নকআউট পর্বে নিয়ে গেছেন তিনি।

এর আগে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে টুইটারে বিশ্বনেতাদের প্রতি আকুল আকুতি করে রশিদ বলেছিলেন, তারা দেশটিকে নৈরাজ্যের মধ্যে ফেলে রেখে চলে না যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে