স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি–২০ ম্যাচে একের পর এক রেকর্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২১৫ তুললো আফগানিস্তান। অপরাজিত শতরান করে নায়ক মোহাম্মদ শাহজাদ (১১৮)। আফগানিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনও টি–২০ ম্যাচে শতরান করলেন শাহজাদ।
শুধু তাই নয়, তার এই শতরান বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১৫৬)। শাহজাদের শতরান এসেছে মাত্র ৫২ বলে, যা বিশ্বে ষষ্ঠ দ্রুততম। এছাড়াও, অপরাজিত থেকে ইনিংস শেষ করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করলেন তিনি।
এর আগে রেকর্ড ছিল নিউজিল্যান্ডের হ্যামিল্টনের (১১৭। এদিকে, ২১৫–টাই টি–২০তে আফগানিস্তানের সর্বোচ্চ রান। জবাবে জিম্বাবুয়ে ১৩৪ রানে অল-আউট।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি