সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৭:০২:৫২

কার হাতে উঠবে ব্যালন ডি’অর?

কার হাতে উঠবে ব্যালন ডি’অর?

স্পোর্টস ডেস্ক : অপেক্ষা আর কয়েক ঘণ্টার। বিশ্বের ফুটবল মহল অধীর আগ্রহে তাকিয়ে থাকবে আজ রাতে। জুরিখের চোখ ধাঁধিয়ে দেওয়া মঞ্চে, ব্যালন ডি’অর গালায়। কে হবেন ২০১৫–র বিশ্বের সেরা ফুটবলার? লিওনেল মেসি? ক্রিশ্চিয়ানো রোনালদো? নাকি সব্বাইকে চমকে দিয়ে বাজিমাত করে যাবেন নেইমার? উত্তর জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

গতবার তৃতীয়বারের জন্য ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। কিন্তু এবার পাল্লা অনেকটাই ঝুঁকে রয়েছে বার্সালোনা কিংবদন্তির দিকে। কারণ ফেলে আসা বছরে তার অভাবনীয় সাফল্য। বার্সালোনাকে এনে দিয়েছেন ত্রিমুকুট। জিতেছেন মোট পাঁচটি ট্রফি। নিজের দেশকে কোপা আমেরিকার ফাইনালে তুলতে নিয়েছেন অনেকটা ভূমিকা। গত মরশুমে তার গোলসংখ্যা ৬২ ম্যাচে ৫৫টি।

শুধু গোল করাই নয়, প্রচুর গোলের পাসও এসেছে লিও মেসির পা থেকে। এই তথ্যগুলোই মেসিকে এগিয়ে রেখেছে পাঁচবারের জন্য ফিফা ব্যালন ডি’ওর খেতাব পাওয়ার লড়াইতে। তাই–ই যদি হয়, বিশ্ব ফুটবলের ইতিহাসে তৈরি হবে অনবদ্য নজির। রিয়েল তারকা রোনালদো ৫৭ ম্যাচে ৫৭ গোল করলেও পারেননি প্রিয় ক্লাবকে কোনও ট্রফি এনে দিতে।

গোলসংখ্যার নিরিখেই রোনাল্ডো–অনুরাগীরা আশায় বুক বাঁধছেন। কারণ মেসিকে টপকে গেছেন রিয়েল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। অন্য দিকে বার্সার পাঁচ ট্রফি জয়ের কৃতিত্বের ভাগীদার নেইমারও। ৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ৪৬। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলও আছে ব্রাজিলীয় তারকার। সব মিলিয়ে লড়াই জমজমাট।

যদিও বার্সা প্রেসিডেন্ট বার্তেমিউ বলে দিয়েছেন, ‘সোমবার খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। ব্যালন ডি’অর দেওয়া হোক মেসিকেই।’ কিন্তু তা মানতে নারাজ ২০০৭–এ ব্যালন ডি’ওর পাওয়া ব্রাজিলীয় ফুটবলার কাকা। বলেছেন, মেসি, রোনালদো নয়, এবার এই পুরস্কার দেওয়া উচিত নেইমারকেই।

কাকার কথায়, ‘ইউরোপে যাওয়ার পর থেকেই ওর খেলায় দারুণ উন্নতি হয়েছে। এসেছে পরিণতবোধ। ওর শীর্ষে আসাটা শুধু সময়ের অপেক্ষা।’ জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউজের মন্তব্য, ‘গোলের তালিকা, দুর্ধর্ষ খেলা, সাফল্য— এসব কিছুই মেসির হয়ে কথা বলছে। ও ব্যালন ডি’ওর না পেলে প্রচণ্ড অবাক হব।’

কিন্তু ম্যাথাউজের সঙ্গে গলা মেলাতে পারছেন না তারই স্বদেশীয়, কিংবদন্তি প্রাক্তন গোলকিপার অলিভার কান। তার ভোট রোনালদোকে, ‘আমার মতে এবারও জিতবে ক্রিশ্চিয়ানো।’ এত কথার কচকচানির মাঝে যেন ঝাঁঝিয়ে উঠলেন জাভি। ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বলেই দিয়েছেন, ‘মেসির পাশে অন্য কাউকে তুলনাতেই আনতে পারছি না।’

কার ইচ্ছে পূরণ হবে, জানা যাবে আজ রাতেই। এদিকে সেরা কোচের লড়াইয়ে থাকা লুই এনরিকে জানিয়ে দিয়েছেন, তিনি ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে যাবেন না। শনিবার লা লিগায় গ্রানাদার বিরুদ্ধে জয়ের পর সাংবাদিক সম্মেলনে বার্সা কোচ নিজেই এ কথা জানান। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। আড়ালে কেউ কেউ বলছেন, কোপা চ্যাম্পিয়ন চিলির কোচ সাম্পাওলি বর্ষসেরা হচ্ছেন, সম্ভবত এমন আভাস পেয়েছেন এনরিকে। তাই তার এমন সিদ্ধান্ত।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে