শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ১১:০৮:০০

আজ রাত ১ টায় যাদের বিপক্ষে মাঠে নামছে মেসি-নেইমারদের পিএসজি

আজ রাত ১ টায় যাদের বিপক্ষে মাঠে নামছে মেসি-নেইমারদের পিএসজি

এমনিতে নেইমার-এমপাবের কারণে বেশ শক্তিশালী দল পিএসজি তার উপর যোগ দিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নেইমার। সব মিলিয়ে যেন ষোলকলা পূর্ণ হলো দলটির।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার দিবাগত রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ ব্রেস্ট। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

তবে মেসি-নেইমার-রামোসরা এখনো মাঠে না নামলেও দুর্দান্ত ফর্মে আছে পিএসজি। মাওরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, আশ্রাফ হাকিমিদের নৈপূণ্যে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে পিএসজি। অন্যদিকে, ব্রেস্ট তাদের দুটি ম্যাচের দুটিতেই ড্র করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পিএসজিতে যোগ দেওয়া নতুন দুই তারকা মেসি ও রামোস খেলবেন না ব্রেস্টের বিপক্ষে। মেসির অভিষেক হবে পিএসজির ঘরের মাঠে, ২৯ তারিখের ম্যাচে। এমনটিই ইঙ্গিত দিয়েছেন পিএসজির কোচ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে