সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৭:১৫:২০

ভারতকে হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

ভারতকে হুঁশিয়ারি  অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : আসন্ন টোয়েন্টি ২০ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচে জয়ও এসেছে। কিন্তু তা সত্ত্বেও গতবছরের মতো এবারও ভারতের সফর যে সুখকর হবে না, তা নিয়ে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।

প্রথম ম্যাচ, এমনকী প্রথম ঘণ্টা থেকেই যে ভারতকে তারা চেপে ধরবে, এও জানিয়ে রেখেছে। এমনিতেই অস্ট্রেলিয়ার পিচে পেস এবং বাউন্স সামলানোই ভারতের প্রধান লক্ষ্য। কিন্তু অজিরা চাইছে, এই অস্ত্রেই সফরকারী দলকে ঘায়েল করতে। রোববার অজি ওপেনার অ্যারন ফিঞ্চ অন্তত সেরকমই জানালেন। প্রায় ১২ বছর পর ফের পার্থের ওয়াকায় দু’দল মুখোমুখি হতে চলেছে।

যদিও আগের থেকে পার্থের পিচ অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু ফিঞ্চ জানিয়েছেন, তাতেও ভারতীয় দলকে তারা চাপে রাখতে পারবেন। ‘পিচে এখনও অতিরিক্ত বাউন্স রয়েছে এবং ভারতকে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হবে। আমরা সিরিজের প্রথম ম্যাচ থেকেই যা সুযোগ আসবে কাজে লাগাতে চাই’, জানিয়েছেন ফিঞ্চ।

তার মতো আত্মবিশ্বাসী না হলেও, সাবেক অধিনায়ক জর্জ বেইলির সুরও একইরকম। জানালেন, ‘এই উইকেটটা টিপিকাল ওয়াকার উইকেট। গত কয়েক বছরে এখানে বেশ বড় রান উঠেছে। তবে এখনও যে পরিমাণ পেস আর বাউন্স রয়েছে, তাতে বোলাররা যথেষ্ট পেস আর বাউন্স পাবে। আগে যেরকম ছিল তা না হলেও, দেশের অন্যান্য মাঠের থেকে অনেক বেশি।’

তবে অস্ট্রেলিয়াকে চিন্তায় রাখতে চলেছে ভারতীয় খেলোয়াড়দের ফর্ম। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছে শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো একাধিক তারকা। সেকথা মাথায় রেখেই ফিঞ্চ জানালেন, ‘ওদের ব্যাটসম্যানরা বেশ ভাল। সহজেই পিচের সঙ্গে মানিয়ে নিতে পারবে। সে কারণেই আমরা চাই, প্রথম ঘণ্টা থেকেই ওদের চাপে রাখতে।’

শেষবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত–অস্ট্রেলিয়া। ভারতের অশ্বমেধের ঘোড়া তারা থামিয়ে দেয় সেখানেই। এবারও সিরিজের আগে তারাই ফেবারিট। সে কথা মেনে নিচ্ছেন দুই অজি ব্যাটসম্যানই।

ফিঞ্চের মতে, ফেবারিট তকমা থাকলে গোটা দলেরই একটা আলাদা রকমের অনুভূতি হয়। ‘বিশ্বকাপ খুব ভালই গিয়েছে আমাদের। এবং আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, সেটার যোগ্য আমরা’, দৃঢ় শোনাল ফিঞ্চের গলা।

বেইলির মন্তব্য, ‘আমাদের হারানো ভারতের পক্ষে সহজ হবে না। বিশ্বকাপের থেকে দলটা অনেকটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু অনেক তরুণ খেলোয়াড় এসেছে, যারা বেশ প্রতিশ্রুতিমান।’ তবে ফেবারিট যেই হোক, সিরিজ যে বেশ আকর্ষণীয় হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বেইলির।

জানিয়েছেন, ‘আমাদের মধ্যে একটা ঐতিহ্যগত লড়াই রয়েছে। আগে বেশ ভাল কয়েকটা সিরিজ হয়েছে। তাই এবারও আমরা মুখিয়ে।’ এদিকে ম্যাকগ্রাথের ঐতিহ্যশালী ১১ নম্বর জার্সি উঠতে চলেছে তরুণ পেসার জোয়েস প্যারিসের গায়ে। কাল ভারতের বিরুদ্ধে নামতে মুখিয়ে আছেন এই তরুণ পেসার।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে