শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০৫:৫২:৪০

আফগান ক্রিকেট বোর্ডের যে ছবি নেটদুনিয়ায় তোলপাড়

আফগান ক্রিকেট বোর্ডের যে ছবি নেটদুনিয়ায় তোলপাড়

আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে। 

শুধু ক্রিকেটকে নিয়ে নয়; পরিবার ও স্বজনদের নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন আফগান দলের অধিনায়ক রশিদ খান। 

কিন্তু পরে দেখা গেল, তালেবানদের ক্ষমতা দখল ক্রিকেটের ওপর কোনো প্রভাব ফেলছে না। বরং ক্রিকেটে আরও উন্নতি আনায় সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন তালেবানরা।

সেই আশ্বাসের প্রথম ধাপ দেখা গেল রাজধানী কাবুলে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন করছেন নিশ্চিন্তেই। নতুন ব্যাটিং কোচও পেয়েছেন রশিদ-নবীরা। শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

কিন্তু এমন সব সুসংবাদের পর হঠাৎ ভাইরাল হওয়া এক ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই ছবি দেখিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার কাবুলে ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে অ'স্ত্র হাতে ঢু'কে পড়েছে তালেবান বাহিনী। 

ছবিতে দেখা যাচ্ছে, হাতে আ'গ্নে'য়া'স্ত্র নিয়ে এসিবির সদর দপ্তরের কনফারেন্স হলের দখল নিয়েছে তালেবানরা। ছবিতে তালেবান বাহিনীর সঙ্গে দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও আছেন।

এর আগ পর্যন্ত কেবল দেশের রাজপথে অ'স্ত্র হাতে টহল দিচ্ছিল তালেবান যো'দ্ধারা। এবার আফগান ক্রিকেট সংস্থাতেও তাদের অনুপ্রবেশে পুরনো শঙ্কায় নতুন মাত্রা যোগ করেছে। নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া সেই ছবিটি আফগান ক্রিকেট নিয়ে আবারও অনিশ্চয়তার জন্ম দিয়েছে বলাবলি হচ্ছে।

এরইমধ্যে অবশ্য পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুতি নিচ্ছে আফগান দল। সিরিজ সফল করতে শ্রীলংকা সফরে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছে আফগান বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে