শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০৭:৩১:০৫

সাফল্যের পিছনে যৌ'নসম্পর্ক! এমনই চমকপ্রদ দাবি তিন বারের অলিম্পিক্স সোনাজয়ী সাঁতারুর

সাফল্যের পিছনে যৌ'নসম্পর্ক! এমনই চমকপ্রদ দাবি তিন বারের অলিম্পিক্স সোনাজয়ী সাঁতারুর

কঠোর পরিশ্রম বা নিয়মিত অনুশীলন নয়, তাঁর সাফল্যের পিছনে রয়েছে যৌ'নসম্পর্ক! এমনই চমকপ্রদ দাবি করেছেন রাশিয়ার এক সাঁতারু। তিনি আরও বলেছেন, ইভেন্টের আগে যৌ'নসম্পর্ক তাঁর শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

টোকিয়ো অলিম্পিক্সে সিঙ্ক্রোনাইজড সাঁতারে সোনা জিতেছেন আলা শিশকিনা। এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিয়ো অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন তিনি। এরপরে রাশিয়ার এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছে কী ভাবে যৌ'নতা তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

আলা বলেছেন, “ডাক্তারদের গবেষণা এবং আমাদের দলের ডাক্তার ডেনিসের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করেছে যে শরীরে বিধ্বং'সী শক্তি চাইলে তা কেবল যৌ'নসম্পর্কের মাধ্যমেই পাওয়া সম্ভব। শরীরের কথা সব সময় শুনতে হয়। যদি মনে হয় যৌ'নতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব, তাহলে এগিয়ে যাওয়া উচিত।”  সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে