শনিবার, ২১ আগস্ট, ২০২১, ১০:১৯:০৩

নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

আর বেশি দূরে নেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ আসর। ইতোমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ক্রিকেটের দু্ই শক্তিশালী নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিনি জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “বিশ্বকাপের জন্য দল ঘোষণা করব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে। এখনও সময় আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হচ্ছে। ওদের চাহিদাও দেখতে হবে। বিশ্বকাপের উইকেট, কন্ডিশন জেনে-বুঝে দল দেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে