সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৯:০৩:৪৯

নির্বাসনের পর মাঠে ফিরেই সালমান বাটের সেঞ্চুরি

নির্বাসনের পর মাঠে ফিরেই সালমান বাটের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৫ বছর মাঠের বাইরে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ওপেনার ব্যাটসম্যান বাট। পাঁচ বছর পরে ক্রিকেট মাঠে নামেন সালমান বাট।

সালমান বাট ক্রিকেট ভুলে গেছেন কিনা বলে দেখার অপেক্ষায় থাকেন খোদ পিসিবির কর্মকর্তারা। দেখা গেল রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সালমান বাটের।

সালমান বাট মূলত: ব্যাটসম্যান কিন্তু ক্রিকেটে ফেরার ম্যাচে বল করে দুটি উইকেটও তুলে নেন। ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে করেন সেঞ্চুরি ও বল হাতে নেন দুটি উইকেট।

রোববার সিন্ধু প্রদেশের হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে ওয়াপদার হয়ে ১৩৫ রানের ইনিংস করে ভক্তদের স্বাগত জানান ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নির্বাসনে যাওয়া বাট।

সালমানের সেঞ্চুরিতে বিশাল ব্যবধানে জয় পায় তার দল ওয়াপদা। প্রসঙ্গত, স্পট ফিক্সিংয়ে সালমান বাট, আমির ও আসিফ নিষিদ্ধ হন বছর পাঁচেক আগে। আমির এখন পাকিস্তানের জাতীয় দলে। ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন সালমান বাট ও আসিফ।  
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে