সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৯:০৭:২৯

আমিরকে নিয়ে মুখ খুললেন বাট

আমিরকে নিয়ে মুখ খুললেন বাট

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ছয় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমান বাট।

গতকাল (রবিবার) ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টে দিয়ে খেলায় ফিরলেন তারা।

ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্টের হয়ে মাঠে নেমেই নিজের প্রথম ম্যাচে শতক তুলে নেন সালমান বাট।ম্যাচ শেষে বাট জানালেন ভবিষ্যতে আরও ভালো করতে চান তিনি।

 

ম্যাচ শেষের সাক্ষাৎকারে সালমান বাট বলেন, ‘নতুন করে শুরু করলাম। আশা করি ভবিষ্যতে আরো ভালো ইনিংস খেলতে পারব। যত ম্যাচ খেলবে ততই ছন্দ ফিরে পাব। এর জন্য পরিবার, বন্ধু ও কোচেদের ধন্যবাদ দিতে চাই। কৃতজ্ঞতা জানাতে চাই ওয়াকার ইউনুস ও দলের অনান্য সিনিয়র খেলোয়াড়দের।’

এসময় সতীর্থ আমিরের সম্পর্কেও কথা বলেন সালমান বাট। বলেন ‘আমারের অন্তভূর্ক্তি নিঃসন্দেহে পাকিস্তানের দলের শক্তি বাড়াবে। ওর জন্য অনেক শুভেচ্ছা রইলো।

১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে