রবিবার, ২২ আগস্ট, ২০২১, ০৯:০১:৩১

পর্তুগালে যে ক্রিকেটারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

পর্তুগালে যে ক্রিকেটারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

অনেকেই হয়তো জানেন না পর্তুগালও ক্রিকেট খেলে। হ্যাঁ, পর্তুগাল ক্রিকেট খেলে। ১৯৯৬ সাল থেকে পর্তুগাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য। 

আইসিসির ৯৯টি সহযোগী সদস্য দেশ আছে, তার মধ্যে ৬৬তম পজিশনে আছে ফুটবলের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদের দেশ পর্তুগাল। পর্তুগালের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস রচনা করেছেন আজহার আন্দানি। 

পর্তুগালের আলবারগারিয়াতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে পর্তুগাল, মাল্টা এবং জিব্রাল্টার। 

শনিবার জিব্রাল্টারের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৭ রান করে পর্তুগাল। দলের হয়ে অভিষেকেই সেঞ্চুরি করেন আজহার আন্দানি। ডানহাতি এই ব্যাটসম্যান ৫১ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরানের স্বাদ পেল পর্তুগাল।

জয়ের জন্য ২১৮ রানের বিশাল র্টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করতে পারে জিব্রাল্টার। ৯৬ রানে জয় পায় পর্তুগাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে