সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৯:৪২:২২

আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এলটন চিগুম্বুরার নেতৃত্বে সোমবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

জানা গেছে, আজ বিকেল ৪টা ৫৫মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে জিম্বাবুয়ে দল।

ঢাকায় একদিন বিশ্রামের পর মঙ্গলবার দুপুর ১২টায় ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর যাবে জিম্বাবুইয়ানরা। সেখান থেকে বাস যোগে খুলনায় যাবে তারা।

প্রসঙ্গত, জানুয়ারীর ১৫, ১৭, ২০ ও ২২ তারিখে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো এবং ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।

১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে