সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১:৪৬:০২

বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর দল; খুব ভালো করেই জানে নিউজিল্যান্ড!

বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর দল; খুব ভালো করেই জানে নিউজিল্যান্ড!

মোটামোটি নাকানি-চুবানি খেয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ হারের স্বাদ নিয়ে কয়দিন আগে ঢাকা ছেড়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। তাদেরকে কোনরকম পাত্তা না দিয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়ন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।  আর সেই জয়ের রেশ কাটতে না কাটতেই এবার নিউজিল্যান্ড সিরিজ। 

এদিকে ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে । বাংলাদেশের মাটিতে টাইগাররা যে কতটা ভয়ংকর হতে পারে তা খুব ভালো করেই জানে কিউইরা। বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল তা স্বীকার করে বলেছেন, তারা অস্ট্রেলিয়া সিরিজের ভিডিও দেখে বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা আঁটছে।

বাংলাদেশ সফরের দ্বিতীয় সারির কিউই দলে স্পিনার হিসেবে আজাজ ছাড়াও আছেন এখনও অভিষেক না হওয়া কোল ম্যাকনকি ও রচিন রবীন্দ্র। আজাজ বলেন, 'উপমহাদেশের কন্ডিশন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা জানি বাংলাদেশের মাটিতে আমরা ভিন্ন বাংলাদেশকে দেখতে পাব। সেখানে ক্রিকেটটা সম্পূর্ণ অন্যরকম হবে। ঘরের মাঠে বাংলাদেশ খুবই শক্তিশালী। ওদের খেলাটা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের হবে। আমাদের কাজ হচ্ছে দ্রুত পরিস্থিতি বিবেচনা করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে